ফেইসবুকের Video Monetize এর জন্য Watch Time পূর্ণ করার ট্রিক্স

 ফেসবুক ভিডিওতে ভিউজ নেওয়ার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট একটি মেথড যার মাধ্যমে আপনারা চাইলেই কিন্তু অনেক ভিডিও ভিউজ নিয়ে আপনাদের ওয়াচটাইম পূরণ করতে পারবেন।


আমি যে গ্রুপটা থেকে এই ধারণা নিয়েছে সেই গ্রুপে এমন অনেক মানুষ আছে যারা এই ভাবে সফলতা অর্জন করেছে।
তো কি সেই মেথড টি?
চলুন ক্লিয়ার করে নেই।

অনেক গ্রুপ আছে যেগুলো তে মিলিয়ন মিলিয়ন মেম্বারস আছে। যেগুলোতে পোস্ট অটো এপ্রোভ হয়ে যায়। সেই গ্রুপ গুলো টার্গেট করে পোস্ট করা। সেখানে আপনাদের ভিডিও শেয়ার করবেন। এতে করে দেখা যায় অনেক reach হয়।

তো প্রথম কাজ হল আপনাদের অনেক গ্রুপ খুঁজে নিতে হবে যেগুলো অটো এপ্রোভ। কিভাবে অটো এপ্রোভ গ্রুপ খুঁজে বের করবেন সহজেই সেটা পরবর্তীতে কোন পোস্টে বিস্তারিত বলা হবে।

এর পরে সেখানে পোস্ট করে দেখবেন যে কেমন কাজ করছে।

আমি একজনের কাছ থেকে অটো এপ্রোভ কিছু গ্রুপ এর কোড নিয়েছিলাম প্রায় ১০০০ + হবে।
এখানে দেশি বিদেশী সব ধরণের গ্রুপ আছে। যার মেম্বার সর্বোচ্চ ৫ মিলিয়ন আর সর্বনিম্ন ৫০ কে এর ভেতরে।

এখানে সব গ্রুপেই পাবেন যেগুলো হয়ত আপনার কন্টেন্টের সাথে মিলবে না আবার কিছু গ্রুপ আছে অটো এপ্রোভ ছিল কিন্তু এখন আবার তা এডমিন এপ্রোভাল করে ফেলেছে সেগুলো আপনাকে বেছে নিতে হবে।

গ্রুপ কোড গুলো ডাউনলোড করুন এখান থেকেঃ
Group Codes Download
ডাউনলোড করে ওপেন করুন তারপর প্রতিটি গ্রুপ কোড কে গ্রুপ লিংকের মাধ্যমে প্রবেশ করুন।

গ্রুপ কোড কে কিভাবে গ্রুপ লিংকে কনভার্ট করবেন এখান থেকে দেখে নিন।

আমি যথা সাধ্য চেষ্টা করবো সব সময় নতুন নতুন অটো এপ্রোভ বাংলাদেশি গ্রুপ শেয়ার করতে।

এখানে আপনি কোন ভিডিও শেয়ার করলে অথবা ওয়েবসাইটের লিংক দিলে সেগুলো অটো approve হয়ে যাবে এডমিন অ্যাপ্রভালের জন্য ওয়েটিংয়ে থাকবে না।
আশা করি এই ট্রিক্সটির মাধ্যমে কিছু না কিছু হেল্প হবে।
ধন্যবাদ আজ এই পর্যন্তই।

অনেকেই আছেন যারা এরকম শেয়ার করে ভিউজ নিয়ে থাকেন, অনেক অটো এপ্রোভ গ্রুপ আছে আপনাদের কাছে তারা আমাকে সেই গ্রুপ লিংক গুলো দিতে পারেন। গ্রুপ মেম্বার সর্বনিম্ন ৫০k হলে আমাকে দিবেন। দিবেন শুধু মানুষের সেবার উদ্দেশ্যে অন্য কোন মন মানসিকতা নিয়ে শেয়ার দিবেন না। সেগুলো আমি সবার কাছে শেয়ার করে দিবো ধন্যবাদ।

এছাড়াও আরো নতুন নতুন ফ্রিতে একটিভ অটো এপ্রোভ গ্রুপ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকুন।

Post a Comment

0 Comments